আগামী সপ্তাহেই রাজ্যের ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এর আগে ক্রমেই সুর চড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। সরকারি কর্মী ও মামলাকারী সংগঠনগুলির আশা এই মামলার দ্রুত নিস্পত্তি হলে তাঁদের মুখে হাসি ফুটবে। এই বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বেশ কিছু উল্লেখযোগ্য মন্তব্য করেছেন।
1/5সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল ডিএ মামলা প্রসঙ্গে বলেছেন, 'স্যাট ও হাই কোর্ট এক আগে এই মামলায় সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছে। সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে এই মামলাটা। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। তবে আমরাও সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছি।'
2/5দেবাশিস শীল বলেন, 'মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মৌলিক অধিকার। হাই কোর্টও জানিয়েছে যে ডিএ কোনও দয়ার দান না। সুপ্রিম কোর্ট এর আগেই শুনানিতে জানিয়েছিল, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী বাকি সব রাজ্য ডিএ দিচ্ছে। হাই কোর্টও ডিএ দেওয়ার নিয়ম নিয়ে বলেছিল। তবে রাজ্য আমাদের জানায়নি যে কোন নিয়ম মেনে ডিএ দেওয়া হবে। যদিও এর আগে এআইসিপিআই মেনে রাজ্য ডিএ দিয়েছে আমাদের।'
3/5কর্মচারী পরিষদের সভাপতির সাফ কথা, 'রাজ্যকে ডিএ দিতেই হবে। মহার্ঘ ভাতা থেকে সরকারি কর্মীদের বঞ্চিত করা চলবে না। সব কিছু দেখে আমরা মনে করছি, সুপ্রিম কোর্টে মামলার রায় সরকারি কর্মীদের পক্ষেই যাবে। এছাড়াও সর্বোচ্চ আদালতের তরফে আমাদের কাছ থেকে শর্টনোট চাওয়া হয়েছিল। তা জমা দেওয়া হয়েছে। সেখানে আমাদের সব যুক্তি তুলে ধরা হয়েছে। পরবর্তী শুনানির জন্য আমরা প্রস্তুত।'
4/5প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি, সোমবার ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটেই এই সম্ভাব্য তারিখের উল্লেখ রয়েছে। এই আবহে সরকারি কর্মীদের আশা, সেদিন যদি মামলা নাও ওঠে তাহলে ২০ তারিখের মধ্যেই মামলা উঠবে দেশের শীর্ষ আদালতে। এই বিষয়ে ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার বলেন, 'শীঘ্রই মামলার শুনানি হবে। এই মাসেই ফয়সলা হয়ে যাবে। আমাদের বিশ্বাস, রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের পক্ষেই রায় দেবে দেশের শীর্ষ আদালত। এতদিন ধরে রাজ্য সরকার আমাদের বঞ্চনা করে আসছে। এবার সরকারি কর্মীদের সুদিন আসতে চলেছে।'
5/5উল্লেখ্য, গত বছরের ২০ মে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হওয়ার আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা খারিজ করে দিয়েছিল হাই কোর্ট। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে গেলে প্রায় ৪২,০০০ কোটি টাকা খরচ হবে।