বাংলা নিউজ > ছবিঘর > Govt Steps against DA Protestors: ডিএ ধর্মঘটে যোগ দেওয়ায় কড়া পদক্ষেপ কয়েকশো শিক্ষকের বিরুদ্ধে, কর্মজীবনে পড়বে দাগ

Govt Steps against DA Protestors: ডিএ ধর্মঘটে যোগ দেওয়ায় কড়া পদক্ষেপ কয়েকশো শিক্ষকের বিরুদ্ধে, কর্মজীবনে পড়বে দাগ

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে গত ১০ মার্চ জেলায় জেলা... more

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে গত ১০ মার্চ জেলায় জেলায় ধর্মঘটে সামিল হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। ধর্মঘটে অংশ নিয়ে সেদিন স্কুলে যাননি উত্তর দিনাজপুরের শ'য়ে শ'য়ে শিক্ষক। এই আবহে সেই সব শিক্ষকদের পাঠানো হল শোকজ নোটিশ। জানা গিয়েছে, প্রাথমিক স্কুল শিক্ষা দফতর ৪৯৭ জন শিক্ষকে নোটিশ পাঠিয়েছে।