বাংলা নিউজ > ছবিঘর > 6th Pay Commission DA Arrear Protest: DA না পেয়ে নয়া বছরে বড় সিদ্ধান্ত বাংলার সরকারি কর্মীদের, প্রবল চাপে পড়বে সরকার

6th Pay Commission DA Arrear Protest: DA না পেয়ে নয়া বছরে বড় সিদ্ধান্ত বাংলার সরকারি কর্মীদের, প্রবল চাপে পড়বে সরকার

এখনও আদালতে ঝুলে রয়েছে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। হাই কোর্টে বারবার জয় মিললেও দেখা মেলেনি হকের ডিএ-র। এখন 'পরীক্ষা' চলছে সর্বোচ্চ আদালতে। এই আবহে ধৈর্য্য হারিয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের। এদিকে অনেকেরই আশা ছিল, কিছু না হলেও জানুয়ারিতে অন্তত তিন শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। তবে সেটাও হয়নি। আর তাই এবার চরম পদক্ষেপের পথে হাঁটতে চলছেন সরকারি কর্মচারীরা।