চোখের জলে নিগৃহীতা তরুণীকে শেষ বিদায় জানাল উন্নাও... more
চোখের জলে নিগৃহীতা তরুণীকে শেষ বিদায় জানাল উন্নাও। পৈতৃক জমিতে সমাহিত করা হয় তরুণীর দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে ভিড় জমান অসংখ্য মানুষ। অন্যদিকে, কর্তব্যে গাফিলতির জন্য উন্নাও বিহার থানার সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে সরকার।
1/6তরুণীর দিদি জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না এলে বোনের শেষকৃত্য করা হবে না। পাশাপাশি, পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দিতে হবে। (ছবি সৌজন্য রয়টার্স)
2/6নিগৃহীতার বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন লখনউয়ের ডিভিশনাল কমিশনার মুকেশ মেশরাম ও আইজি এসকে ভগৎ। পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার বিষয়টিও ভেবেচিন্তে দেখা হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়। তারপর তরুণীর শেষকৃত্যে রাজি হয় পরিবার। মুখ্যমন্ত্রী না এলেও সরকারের দুই মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য এবং কমলরানি বরুণ উন্নাওয়ে তরুণীর বাড়িতে যান।(ফাইল ছবি সৌজন্য পিটিআই)
3/6কড়া নিরাপত্তায় মধ্যে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তরুণীর দেহ। শেষবারের মতো তরুণীকে সম্মান জানানোর জন্য ভিড় জমান স্থানীয়রা। (ছবি সৌজন্য পিটিআই)
4/6পৈতৃক জমিতে সমাহিত করা হয় তরুণীকে। চোখের জলে তাঁকে বিদায় জানান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। (ছবি সৌজন্য এএনআই)।
5/6প্রধানমন্ত্রী আবাস যোজনায় তরুণীর পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে জানান মেশরাম। তিনি বলেন, নিগৃহীতার বোনকে আলাদা নিরাপত্তা দেওয়া হবে। কারণ, তিনিও সাক্ষী হতে পারেন। আত্মরক্ষার জন্য পরিবারের কেউ যদি অস্ত্র লাইসেন্স চান, তাহলে আইনি প্রক্রিয়া মেনে তা দেওয়া হবে।" (ছবি সৌজন্য এএনআই)
6/6কর্তব্যে গাফলতির জন্য উন্নাও বিহার থানার সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান মুখ্যসচিব (স্বরাষ্ট্র) আওনীশ আওয়াস্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)