বাংলা নিউজ > ছবিঘর > 7th Pay Comission DA Latest Update: এল বড় আপডেট, ডিএ বাড়তে চলেছে সরাকরি কর্মীদের, হবে কত লক্ষীলাভ?

7th Pay Comission DA Latest Update: এল বড় আপডেট, ডিএ বাড়তে চলেছে সরাকরি কর্মীদের, হবে কত লক্ষীলাভ?

বছরে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধির সময় চলে এল। আগামী জুলাই থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়বে না ৪ শতাংশ, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছিল। এই আবহে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এল। ৩১ মে সরকারি AICPI প্রকাশ করা হয়েছে, যা থেকে ডিএ বৃদ্ধির আন্দাজ করা যাবে।