7th Pay Comission DA Latest Update: এল বড় আপডেট, ডিএ বাড়তে চলেছে সরাকরি কর্মীদের, হবে কত লক্ষীলাভ?
Updated: 02 Jun 2023, 02:42 PM ISTবছরে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধির সময় চলে এল। আগামী জুলাই থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়বে না ৪ শতাংশ, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছিল। এই আবহে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এল। ৩১ মে সরকারি AICPI প্রকাশ করা হয়েছে, যা থেকে ডিএ বৃদ্ধির আন্দাজ করা যাবে।
পরবর্তী ফটো গ্যালারি