সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন বছরের শুরুতে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতনের ব্যাপক বৃদ্ধি হতে পারে।
1/5নতুন বছরের উপহার। সপ্তম বেতন কমিশনের অধীনে ২০২২ সালের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার দিতে পারে মোদী সরকার। একাধিক মহলের দাবি, কেন্দ্রীয় সরকার আবারও কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে। ফাইল ছবি : টুইটার (Twitter)
2/5একাধিক প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটা বাড়তে পারে। (ছবিটি প্রতীকী: রয়টার্স) (Reuters)
3/5মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন ২০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। সাধারণত প্রতি বছর দু'বার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5জুলাইয়ের শুরুতে মহার্ঘ ভাতা (ডিএ) এবং ডিআর বৃদ্ধি করেছিল এবং ভাতার হার ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছিল। পরে তা আরও এক দফায় বাড়ানো হয়। তার ফলে ৩১ শতাংশ ডিএ বা ডিআর দেয় কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5এখনও পর্যন্ত কেন্দ্র সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)