নতুন বছরের আগে বড় ধাক্কা পেলেন কেন্দ্রীয় সরকারি ... more
নতুন বছরের আগে বড় ধাক্কা পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতার বিষয়ে জলঘোলা দূর করল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে বকেয়া ডিএ ইস্যুতে কর্মীদের আশাভঙ্গ করা হল।
1/5সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় জানিয়ে দিয়েছে যে করোনা অতিমারীর সময় ১৮ মাসের জন্য কেন্দ্রীয় কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বন্ধ করা হয়েছিল, তা আর দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।
2/5রাজ্যসভার সদস্য নারায়ণভাই জে রাথওয়া সংসদে বকেয়া ডিএ প্রসঙ্গে একটি প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, সরকার কি কর্মচারীদের তাদের বকেয়া ডিএ পরিশোধ করবে? তাঁর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন যে ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের কাছ থেকে অনেক দাবি ও আবেদন পেয়েছে সরকার। কিন্তু করোনার সময় বিরূপ আর্থিক প্রভাবের কারণে এই ডিএ বন্ধ করা হয়েছিল। সেই ডিএ দেওয়া নিয়ে এখনও কোনও পরিকল্পনা করা হয়নি।
3/5এদিকে ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারের এই আপডেটে কর্মচারী ইউনিয়নে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, এই ডিএ-র পরিমাণ আটকে রাখা যাবে না। করোনার সময় মহার্ঘ ভাতা না বাড়ালেও কর্মীরা কাজ করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৮ মাসের বকেয়া ডিএ-র টাকা না দেওয়ায় সরকারের ৩৪ হাজার কোটি টাকা বাঁচবে।
4/5এদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ৩ থেকে ৪ শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। পুজোর আগেই কেন্দ্রীয় কর্মচারীদেরমহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে সরকার। এরই মধ্যে পরবর্তী মহার্ঘ ভাতা সংক্রান্ত পরিসংখ্যান আসতে শুরু করেছে। এই আবহে পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে ২০২৩ সালের মার্চ নাগাদ। তা কার্যকর হবে জানুয়ারি থেকে।
5/5শ্রম মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ১৩১.২ ছিল। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৩২.৫। অর্থাৎ জুন মাসের তুলনায় অক্টোবরের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ৩.৩ শতাংশ বেশি ছিল। এর থেকে অনুমান করা হচ্ছে, পরের বারও কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৪ থেকে ৫ শতাংশ বাড়বে।