অবশেষে মিলল সুখবর। একলাফে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ পাঁচ শতাংশ বাড়ানো হল। তার ফলে ডিএয়ের নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ব্যবধান কিছুটা কমল। তবে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনেক বেশি পরিমাণে ডিএ পাচ্ছেন। তাঁদের সঙ্গে টক্কর দিতে অনেকটা ডিএ বাড়াতে হবে রাজ্য সরকারকে।
1/4সরকারি কর্মচারীদের সুখবর দিল ছত্তিশগড় সরকার। একলাফে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) পাঁচ শতাংশ বাড়ানো হল। (ছবিটি প্রতীকী)
2/4এতদিন ১৭ শতাংশ হারে ডিএ পেতেন ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীরা। নয়া ‘উপহারের’ পর তাঁরা ২২ শতাংশ হারে ডিএ পাবেন। (ছবিটি প্রতীকী)
3/4ছত্তিশগড় সরকারের তরফে জানানো হয়েছে, চলতি মাস থেকেই নয়া ডিএয়ের হার কার্যকর হবে। তার ফলে লাভবান হবেন দু'লাখ রাজ্য সরকারি কর্মচারী। (ছবিটি প্রতীকী)
4/4তা সত্ত্বেও ডিএয়ের নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই পিছিয়ে আছেন ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। (ছবিটি প্রতীকী)