কেন্দ্রের হাউজ রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে নতুন নির্দেশিকা আসার পরেই অরুণাচলপ্রদেশ সরকার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। অরুণাচল সরকারের তরফে সম্প্রতি সেরাজ্যের মুখ্যমন্ত্রী কর্মচারীদের এইচআরএ বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করেছেন। এদিকে মার্চ মাসেই ডিএ বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এইআইসিপিআই অনুযায়ী হয়ত এবার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে।
1/5সরকারী বিবৃতি অনুসারে, রাজ্য সরকারী কর্মচারীরা তাদের পোস্টিংয়ের স্থানের উপর নির্ভর করে তাদের মূল বেতনের উপর ২৭, ১৮ এবং ৯ শতাংশ হারে মাসিক এইচআরএ পাবেন। একই সময়ে, যখন ডিএ ৫০ শতাংশের গণ্ডি অতিক্রম করবে, তখন কর্মচারীদের এইচআরএ শ্রেণি ভাগে যথাক্রমে ৩০, ২০ এবং ১০ শতাংশ হিসাবে সংশোধন করা হবে।
2/5উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি বাড়া ভাতা দেওয়া হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্মীর ম্যাট্রিক্সের ওপর নির্ভর করে নির্ধারিত হারে হোম রেন্ট অ্যালাওয়েন্স দেয় সরকার। এই আবহে নতুন নির্দেশিকাতে স্পষ্ট করা হয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে এবার থেকে আর সরকারি কর্মীরা বাড়ি ভাড়া ভাতার জন্য যোগ্য হবে না।
3/5যদি কোনও সরকারি কর্মী অন্য সরকারি কর্মচারীর জন্য বরাদ্দ বাসস্থানে থাকেন তাহলে তিনি এইচআরএ পাবেন না। অর্থাৎ, কোনও কর্মী তাঁর বাবা-মা, ছেলে, মেয়ে, স্ত্রী বা অন্য কোনও আত্মীয়র (তাঁরা যদি সরকারি কর্মচারী হন) জন্য বরাদ্দ আবাসনে থাকলে বা তিনি যাঁর সঙ্গে আছেন তিনি সরাকরের থেকে বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকলে সরকারি কর্মী বাড়ি ভাড়া ভাতা পাবেন না।
4/5গত ৩০ ডিসেম্বর ২০২২-এ তারিখের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের অফিস মেমোরেন্ডামে বলা হয়েছে, সর্বশেষ আদমশুমারি রিপোর্ট অনুযায়ী, শহরগুলির শ্রেণিভাগ করা হয়েছে। এলাকার জনসংখ্যার উপর ভিত্তি করে শহরের তালিকা তৈরি হয়েছে। এর উপর ভিত্তি করে এইচআরএ হার নির্ধারণ করা হয়। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। গতবছর জুলাইতে মহার্ঘ ভাতার পাশাপাশি বেড়েছিল এইচআরএ।
5/5উল্লেখ্য, এইচআর-এর ক্ষেত্রে তিনটি ভাগে শহরগুলিকে ভাগ করা হয়েছে। এই ক্যাটেগোরির নিরিখে এইচআরএ দেওয়া হয়। X ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২৭ শতাংশ এইচআরএ, Y ক্যাটাগরির জন্য ১৮ শতাংশ ও Z ক্যাটেগোরির জন্য ৯ শতাংশ এইচআরএ দেওয়া হয়ে থাকে।