ভারতের রাজস্থান, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মতো অ-বি... more
ভারতের রাজস্থান, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মতো অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে পুরানো পেনশন প্রকল্প কার্যকর হয়েছে। এই আবহে এখন পঞ্জাবেরও সরকারি কর্মীদের দাবি, এখানে পুরোনো পেনশন স্কিম চালু হোক। পাশাপাশি মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন সরকারি কর্মীরা। এই আবহে পঞ্জাবের আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন সরকারি কর্মীরা।
1/4রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের কাছে বিক্ষোভকারী কর্মচারীদের দাবি, অবিলম্বে পুরনো পেনশন প্রকল্প কার্যকর করা হোক পঞ্জাবে। সেই সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। ছবি - এএনআই
2/4উল্লেখ্য, পুরানো পেনশন স্কিম জাতীয় পেনশন সিস্টেমের বদলে কার্যকর করা হয়েছিল। অতি সম্প্রতি ঝাড়খণ্ডের হেমন্ত সরকার পুরানো পেনশন স্কিম কার্যকর করেছে৷ এর আগে এই পথে হেঁটেছিল অশোক গেহলটের রাজস্থান সরকারও। ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের সরকারও পুরোনো পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। ছবি - এএনআই
3/4এই আবহে পঞ্জাবের সরকারি কর্মচারীরা ১৩ সেপ্টেম্বর লুধিয়ানায় বিক্ষোভ প্রদর্শন করে দাবি তোলেন, তাঁদের রাজ্যেরও পুরানো পেনশন স্কিম কার্যকর করতে হবে। এবং মহার্ঘ ভাতা প্রদানের দাবিও জানানো হয় পঞ্জাব সরকারের কাছে। কর্মীদের অভিযোগ, আম আদমি পার্টি নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু রাজ্যে সরকার গঠনের পরে সেগুলি তারা ভুলে গিয়েছে বলে মনে হচ্ছে। - ছবি এএআই
4/4এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার পঞ্জাবের পাঁচটি জেলার মন্ত্রিপরিষদের কর্মীরা বকেয়া ডিএ-র দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছিলেন। এই র্যালিতে অমৃতসর, তারন তারান, পাঠানকোট, কাপুরথালা এবং জলন্ধর জেলার কর্মীরা উপস্থিত ছিলেন। ছবি - এএনআই