মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) নিয়ে বড... more
মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) নিয়ে বড় সিদ্ধান্ত। এবার থেকে কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে বলে জানিয়ে দিল এই রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে বছরে দু’বার ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের।
1/5পূরণ হল সরকারি কর্মচারীদের দাবি। এই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল যে কেন্দ্রীয় সরকার যখনই মহার্ঘ ভাতা বাড়াবে, তখনই ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) বাড়াবে রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদেরও বছরে দু’বার ডিএ (জানুয়ারি এবং জুলাই) বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-র প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ু সরকারের বিবৃতিতে বলা হয়েছে যে 'যখনই কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াবে, তখনই রাজ্য সরকার সেই পথে হাঁটবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের (মহার্ঘ ভাতা) বৃদ্ধির ঘোষণা করবে।।' অর্থাৎ বছরে যেমন দু’বার ডিএ বৃদ্ধি হয়, তেমনই তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5তামিলনাড়ু সরকারের তরফে এমন একটি দিনে সেই ঘোষণা করা হয়েছে, যখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও চার শতাংশ বাড়ানো হয়েছে। তার ফলে তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে ডিএ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5কবে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে? তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ ৪২ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেইসঙ্গে ‘এরিয়ার’ বা বকেয়া টাকাও মিলবে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5তামিলনাড়ু সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'সরকারি কর্মচারী এবং শিক্ষকদের আর্জি মেনে ১ এপ্রিল থেকে (বর্ধিত হারে ডিএ প্রদানের) নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। সেই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১৬ লাখ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরা উপকৃত হবেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)