Central Govt Employee's Salary Hike: সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে। একলাফে প্রায় ৮,৭০০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। একাধিক রিপোর্টে এমনই জানানো হয়েছে। কার কত লাভ হতে পারে, তা দেখে নিন -
1/6সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) কত বাড়বে? তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। তারইমধ্যে একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার তিন শতাংশ নয়, চার শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/6আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ ডিএ পান। যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি পায়, তাহলে তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6কবে থেকে ডিএয়ের নয়া হার কার্যকর হবে? একাধিক রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে মহার্ঘ ভাতার নয়া হার চালু হবে। তবে কবে সেই ঘোষণা করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/6যদি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে? যে কর্মচারীদের বেসিক স্যালারি ১৮,০০০ টাকা, তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি পাবে ৮,৬৪০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/6কীভাবে হিসাব করা হচ্ছে? ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি হচ্ছে ১৮,০০০ টাকা। আপাতত ডিএ বাবদ (৩৪ শতাংশ ডিএ) প্রতি মাসে ৬,১২০ টাকা হাতে আসে। এবার ডিএ যদি ৩৮ শতাংশ হয়, তাহলে সেটাই বেড়ে দাঁড়াবে ৬,৮৪০ টাকা। সেই হিসাবে প্রতি মাসে বাড়তি ৭২০ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যা বছরে দাঁড়াবে ৮,৬৪০ টাকা। (ছবিটি প্রতীকী)
6/6তবে কত শতাংশ ডিএ বাড়বে, কবে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে, সে বিষয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুরোটাই জল্পনার পর্যায়ে আছে। (ছবিটি প্রতীকী)