বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান ও সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ প্রদানের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেইসঙ্গে আরও একাধিক দাবি তুলেছেন তাঁরা। তারইমধ্যে তাঁরা বড় জয় পেলেন একটি রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, তাঁদের দাবি মেনে পিছু হটেছে রাজ্য সরকার।
1/5ডিএ আন্দোলনকারীদের চাপে পিছু হটল রাজ্য সরকার। খাদ্যভবনের ১,৪০০ পদ বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এমনই জানানো হয়েছে একটি রিপোর্টে। তারপরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5সংবাদমাধ্যম সিএন নিউজের প্রতিবেদন অনুযায়ী, ডিএ আন্দোলনকারীদের লাগাতার বিক্ষোভের মুখে খাদ্যমন্ত্রী জানিয়েছেন যে ১,৪০০ স্থায়ী পদ অবলুপ্ত করা হচ্ছে না। তবে 'প্রতিহিংসামূলক বদলি'-র সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। উল্লেখ্য, আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় 'প্রতিহিংসামূলক বদলি' করা হয়েছে। (ছবি সৌজন্যে ফেসবুক)
3/5তারপরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা চন্দন গড়াইয়ের দাবি, 'সংগ্রামী যৌথ মঞ্চের তীব্র আন্দোলন ও অবস্থানের চাপে খাদ্য ভবনের ১,৪০০ পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সেটা জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী।' অপর এক নেতার বক্তব্য, ১,৪০০ স্থায়ী পদ অবলুপ্ত না হওয়ায় ১,৪০০ যুবক-যুবতী চাকরি পাবেন। (ছবি সৌজন্যে ফেসবুক)
4/5এমনিতে গত কয়েকদিন ধরেই খাদ্যভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের দাবি, ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় খাদ্যভবনের দুই কর্মচারীকে 'প্রতিহিংসামূলক বদলি' করা হয়েছে। যতক্ষণ না সেই সিদ্ধান্ত প্রত্যাহার করছে রাজ্য সরকার, ততক্ষণ আন্দোলন চলবে। সেইসঙ্গে ১,৪০০ স্থায়ী পদ অবলুপ্ত করা হয়েছে বলেও দাবি করে আসছিলেন তাঁরা। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/5সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের বক্তব্য, ১,৪০০ পদের অবলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত যেমন প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার, সেভাবেই 'প্রতিহিংসামূলক বদলি'-র বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নাহলে লাগাতার কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। (ছবি সৌজন্যে ফেসবুক)