মে'র প্রথম সপ্তাহেই এল বহু প্রতীক্ষিত বহু সুখবর। বাড়ানো হল মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ)। শুধু তাই নয়, ‘এরিয়ার’ বা বকেয়ার টাকা নগদে দেওয়া হবে। সেইসঙ্গে পরের মাসের বেতন থেকে বর্ধিত হারে ডিএ আসবেয।
1/5শেষ হল প্রতীক্ষা। মে'র প্রথম সপ্তাহেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হল। এবার চার শতাংশ বাড়ানো হল ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স)। যে ঘোষণার পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। মিলল বড়সড় স্বস্তিও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের হার কত হবে? সপ্তম বেতন কমিশনের আওতায় জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পাবেন। এতদিন তাঁরা ৩৮ শতাংশ ডিএ পেতেন। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী, তাঁদের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5কবে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে? ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা চার মাসের ‘এরিয়ার’ বা বকেয়া পাবেন বলে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে প্রশাসনের তরফে জানানো হয়েছে, মে মাসেই ‘এরিয়ারের’ টাকা নগদ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5ডিএ বৃদ্ধির ফলে কত টাকা বেশি মিলবে? ধরা যাক, কোনও রাজ্য সরকারি কর্মচারীর বেসিক পে ২০,০০০ টচাকা। এতদিন তাঁরা ডিএ বাবদ মাসে ৭,৬০০ টাকা পেতেন। এখন সেটা বেড়ে দাঁড়াবে ৮,৪০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ডিএ বাবদ বাড়তি ৮০০ টাকা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানো হয়। আপাতত তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে ডিএ পান। যা সর্বভারতীয় মূল্যসূচক আবার জুলাইয়ে তিন বা চার শতাংশ বাড়ানো হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)