চলতি মাসের শেষে ‘ট্রেলার’, জুনেই ‘ঝড়’ উঠবে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) আন্দোলনের। হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। চলতি মাসের শেষ থেকে কোন পথে ডিএ আন্দোলন এগিয়ে যাবে, তা দেখে নিন -
1/5বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) প্রদান এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আগামী ৩১ মে অবস্থান ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেদিন রাজ্যের প্রতিটি জেলায় রাজ্য সরকারি কর্মচারীরা ছয় ঘণ্টা অবস্থান করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
2/5বিষয়টি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, আগামী ৩১ মে পশ্চিমবঙ্গের সব জেলায় অবস্থান করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ছ'ঘণ্টা সেই অবস্থান চলবে। তবে সেখানেই শেষ হবে না। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বুঝিয়ে দিয়েছেন যে সেই অবস্থান স্রেফ 'ট্রেলার' হতে চলেছে। তারপর আরও জোরদার আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
3/5সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেন, ‘১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লাগাতার অবস্থানের ডাক দিয়েছি আমরা। আমরা চাই যে এই লাগাতার অবস্থানে শিক্ষক-সহ জেলার প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারী যোগদান করুন। এই অবস্থানকে সফল করে তুলতে হবে। তারপর (লাগাতার কর্মবিরতির পথে হাঁটব আমরা)। আমরা লাগাতার কর্মবিরতির প্রস্তুতি নিচ্ছি।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
4/5এমনিতে ৩১ মে ডিএ আন্দোলনের ১২৫ তম দিন হতে চলেছে। যে আন্দোলন চলতি বছরের গোড়া থেকেই শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারপর থেকে কর্মবিরতি, প্রশাসনিক ধর্মঘট, মহামিছিল করেছেন ডিএ আন্দোলনকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
5/5সেইসঙ্গে বিকাশ ভবনের অভিযানের সময় পুলিশের 'দমন-পীড়নের' বিরুদ্ধেও জোরদার আন্দোলনের পথে পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁরা জানিয়েছেন, আগামিদিনে বড় পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)