চলতি বছরে ইতিমধ্যেই একবার ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ বেড়েছে মার্চ মাসে। তবে ফের একবার ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের। তবে কত শতাংশ ডিএ বাড়বে এবার। অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের তথ্যে মিলছে তার ইঙ্গিত।
1/5প্রসঙ্গত, গত মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বাড়ানো হয়েছিল। এক লাফে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল গতবার। নয়া ডিএ-র হার কার্যকর হয়েছে জানুয়ারি থেকে। এর ফলে বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে আগামী দিনে এই ভাতা আরও বাড়তে পারে। তবে কতটা বাড়বে ডিএ?
2/5সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ফের এক দফায় ডিএ বৃদ্ধি পাওয়ার কথা। সেই ডিএ নির্ভর করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর। শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কমেছিল মাত্র ০.১ পয়েন্ট। এর আগে জানুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ছিল ১৩২.৮ পয়েন্ট। তা ফেব্রুয়ারিতে হয়েছে ১৩২.৭। এই পরিসংখ্যান বজায় থাকলে সরকারি কর্মীদের ডিএ বাড়ত মাত্র ২ শতাংশ।
3/5এদিকে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মার্চ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত তথ্য প্রকাশ করে গত মাসে। তাতে দেখা যায়, সূচক বেড়েছে ০.৬ পয়েন্ট। যার ফলে বর্তমানে এআইসিপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৩৩.৩ পয়েন্টে। এর থেকে অনুমান করা হচ্ছে যে জুলাই মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ থেকে ৪ শতাংশ। যদি মার্চ মাসের মতো এপ্রিল এবং জুন মাসের সূচকও ঊর্ধ্বমুখী হয়, তাহলে ডিএ বাড়তে পারে ৪ শতাংশ।
4/5বর্তমানে সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদি ফেব্রুয়ারির হারেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্থিতিশীল থাকে আগামী মাসগুলিতে, তবে জুলাই মাসে ডিএ বেড়ে ৪৫ শতাংশ হতে পারে। তবে মার্চের মতো এপ্রিল, মে এবং জুন মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি তড়তড়িয়ে বাড়ে, তাহলে হিসেব বদলে যাবে।
5/5এদিকে এবছরের জুলাই থেকে ডিসেম্বরের ডিএ বৃদ্ধির ঘোষণা আগেভাগেই করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আগামী কয়েক মাসের মধ্যেই এপ্রিল, মে এবং জুন মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ পাবে। এরপরই জুলাই-ডিসেম্বরের জন্য ভাতা ঘোষণা করা হতে পারে। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে সরকার দ্বিতীয়ার্ধের ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়ে থাকে। তবে এবার অগস্টের মধ্যেই ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হতে পারে বলে দাবি করেছে এক রিপোর্ট।