7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, জুলাইতে DA বৃদ্ধির পাশাপাশি মিলবে আরও এক 'উপহার'
Updated: 01 Jul 2022, 08:31 AM IST- Fitment Factor Hike: জুলাই মাসে ডিএ-র পাশাপাশি বৃদ্ধি হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে সরকারের উপর এই দাবি নিয়ে চাপ সৃষ্টি করে আসছে। সেই দাবির বিষয়েই কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারে বলে দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে।