7th Pay Commission: এবার ইনসেন্টিভ বাবদ বেতনের সঙ্গে অতিরিক্ত ৩০ হাজার টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এই ইনসেন্টিভের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। সপ্তম পে কমিশনের সুপারিশেই এই ইনসেন্টিভ বৃদ্ধির করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
1/5প্রসঙ্গত, এই উল্লেখিত ইনসেন্টিভটি আগেও ছিল। তবে তা এবার পাচ গুন বাড়ানো হয়েছে। চাকরি করার সঙ্গে সঙ্গেই যাঁরা নতুন ডিগ্রি লাভ করেছেন, তাঁদের জন্যে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
2/5যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পিএইচডি করবেন তাঁদের সর্বোচ্চ ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এর আগে এককালীন ২ থেকে ১০ হাজার টাকা ইনসেনটিভ দেওয়ার কথা বলা হয়েছিল এই ইনসেন্টেভের নিয়মে। ফাইল ছবি : রয়টার্স
3/5কর্মীবর্গ মন্ত্রকের সার্কুলার অনুযায়ী, ৩ বছর বা তার থেকে কম সময়ের ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করলে ১০ হাজার টাকা দেওয়া হবে। এর থেকে বেশি সময়ের ডিগ্রির জন্য মিলবে ১৫ হাজার টাকা। ১ বছর বা তার কম সময়ের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমার জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে।
4/5তাছাড়া সার্কুলারে আরও বলা হয়েছে, ১ বছরের বেশি সময়ের জন্য স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার ক্ষেত্রে মিলবে ২৫ হাজার টাকা। পিএইচডি বা তার সমতুল যোগ্যতা অর্জন করলে ৩০ হাজার টাকা ইনসেনটিভ মিলবে।
5/5তবে সাহিত্য বিষয়ে ডিগ্রি বা উচ্চ ডিগ্রি থাকলে অবশ্য এই ইনসেনটিভ পাওয়া যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মী কোন পদে কাজ করছেন এবং তার সঙ্গে তার পড়াশোনার বিষয়ের মিল রয়েছে কি না, তাও দেখা হবে ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে।