7th Pay Commission: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের... more
7th Pay Commission: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মীদের জন্য বড় ঘোষণা করা হল। ‘সহানুভূশীল নিয়োগের’ জন্য সংশোধিত নীতির ঘোষণা করা হয়েছে। তার ফলে লাভবান হবেন পরিবারের সদস্যরা। কী সেই ঘোষণা করা হয়েছে, তা দেখে নিন -
1/5‘সহানুভূতিশীল’ নিয়োগের ক্ষেত্রে নীতি সংশোধন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাজের সময় মৃত্যু হওয়া বা স্বাস্থ্যগত কারণে অবসর নেওয়া কর্মীর পরিবারের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সেই সংশোধিত নীতির ঘোষণা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মীরা অত্যন্ত লাভবান হবেন। বিশেষত আধা-সামরিক বাহিনীর জওয়ানরা অত্যন্ত লাভবান হবেন বলে মত সংশ্লিষ্ট মহলের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, কর্মরত অবস্থায় সরকারি কর্মীদের মৃত্যু হলে বা স্বাস্থ্যগত কারণে অবসর নিলে তাঁদের উপর নির্ভরশীল মানুষরা আর্থিক সমস্যার মুখে পড়েন। সেই বিষয়টির জন্য ‘সহানুভূতিশীল’ নিয়োগ করা হয়, যাতে তাঁরা আর্থিক সমস্যার সম্মুখীন না হন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশোধিত নীতির ফলে ‘সহানুভূতিশীল’ নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, সার্বিকভাবে পরিবারের আর্থিক অবস্থা পর্যালোচনা করা হবে। তার ভিত্তিতে নেওয়া হবে সিদ্ধান্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5'সহানুভূতিশীল নিয়োগের' আবেদন যাচাই করে দেখবে তিন সদস্যের কমিটি। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপযুক্ত কর্তৃপক্ষ। (ছবিটি প্রতীকী)