বছরের শুরুতেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এর ফলে এই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ হল। এর ফলে রাজ্যের ১৬ লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষক উপকৃত হবেন। সরকারের অতিরিক্ত ২৩৫৯ কোটি টাকা খরচ হবে বছরে। এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে 'নতুন বছরের উপহার' বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
1/5এমকে স্টালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার রবিবার শিক্ষক, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী সহ সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল। সেই রাজ্যে অবিলম্বে ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ডিএ ৩৮ শতাংশ করার হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন।
2/5এদিকে তামিলনাড়ুর শিক্ষকদের 'সমকাজে সমবেতনে'র দাবির বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। রাজ্যের অর্থ সচিবের (রাজস্ব ব্যয়) নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রস্তাবের প্রেক্ষিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্ট্যালিন।
3/5এদিকে ওড়িশাতেও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির ঘোষণা করেছিল ওড়িশা। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের আওতায় ২০২২ সালের জুলাই থেকে বর্ধিত ডিএ ও ডিআর কার্যকর হবে। অর্থাৎ ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এরিয়ার বা বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যা ২০২৩ সালের জানুয়ারির বেতনের সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা মিলবে বলে জানিয়েছে ওড়িশা সরকার।
4/5এতদিন সপ্তম বেতন কমিশনের আওতায় ওড়িশার রাজ্য সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পেতেন। চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই ডিএ পাবেন ওড়িশার রাজ্য সরকারি কর্মীরা।
5/5এদিকে কয়েকদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ১২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর ফলে সেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে ২০ শতাংশ হল। ডিএ বৃদ্ধির জেরে আগামী আর্থিক বছর থেকে ত্রিপুরা সরকারের মোট ১৪৪০ কোটি টাকা অতিরিক্ত খরচ হতে চলেছে৷