7th Pay Commission: কয়েকদিন আগেই ডিএ বৃদ্ধির খবর এসেছে। এরপর শীঘ্রই গৃহ ভাড়া ভাতা(HRA) বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার।
1/9কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মহার্ঘ্য ভাতা(DA) বৃদ্ধির পরপরই আরও একটি ভাতা বাড়াতে চলেছে মোদী সরকার। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/9নিউজ এইট্টিন সূত্রে খবর, শীঘ্রই গৃহ ভাড়া ভাতা(HRA) বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। এ বিষয়ে আপাতত আলোচনা চলছে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক ও মন্ত্রকের। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)
3/9কয়েকদিন আগেই ডিএ বৃদ্ধির খবর এসেছে। আপাতত জুলাইয়ে বর্ধিত ডিএ-র অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা। ডিয়ারনেস অ্যালাওয়েন্স ৫-৬% পর্যন্ত বাড়ানো হবে বলে জানা গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
4/9সেটা কার্যকর হলে আগামী অগস্ট থেকেই এক ধাক্কায় বেতন অনেকটা বেড়ে যাবে সরকারি কর্মীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
5/9কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কর্মীদের বকেয়া ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দেওয়া হয়নি। সেজন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এবং বিদ্যুৎ সংবহন নিগমের পাঁচ শীর্ষ আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
6/9আর সেই সঙ্গে যদি HRA-ও বৃদ্ধি করা হয়, তাহলে বেশ মোটা টাকাই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
7/9X ক্যাটাগরি(৫০ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর) এলাকার বাসিন্দাদের হাউজ রেন্ট অ্যালাউন্স ৪-৫% বাড়তে পারে। বর্তমানে তাঁরা ২৭% HRA পান। ফাইল ছবি : টুইটার (PTI)
8/9এদিকে Y ক্যাটাগরির(৫ লক্ষের বেশি জনসংখ্যা) শহরের সরকারি কর্মীরা ১৮-২০% HRA পান। সেটাও ২% বাড়তে পারে। ফাইল ছবি : টুইটার (PTI)
9/9Z ক্যাটাগরির(৫ লক্ষের কম জনসংখ্যা) এলাকার সরকারি কর্মীদেরও ১% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তাঁরা ৯-১০% হারে এইচআরএ পান। ফাইল ছবি : টুইটার (PTI)