সদ্য পেশ করা বাজেটে সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি কর্ণাটক সরকারের তরফে। এই আবহে সরকারি কর্মচারীরা ১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল। এই পরিস্থিতিতে তড়ঘড়ি সপ্তম বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠালেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
1/5কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘোষণা করেছেন যে তিনি মার্চের মধ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের বিষয়ে একটি অন্তর্বর্তী রিপোর্ট চাইবেন। এর আগে বোম্মাইকে বড় বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিজেপি নেতা বলেন, 'মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, তিনি যাতে সরকারি কর্মীদের আশ্বাস দেন যে সপ্তম বেতন কমিশন লাগু করা হবে।' উল্লেখ্য, রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় কোনও ঘোষণা করা হয়নি। এই আবহে ১ মার্চ সরকারি কর্মচারীরা ধর্মঘট ডেকেছেন।
2/5কর্ণাটকে দাবি উঠেছিল, কেন্দ্রীয় হারে ডিএ ও বেতন দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এই আবহে গতবছর সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সরকারি কর্মীরা নিজেদের পরামর্শ জানিয়ে এক রিপোর্ট জমা করেছে মুখ্যমন্ত্রীর গঠিত কমিশনকে। সেই রিপোর্ট খতিয়ে দেখে সরকারকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সরকার গঠিত কমিটির। তার আগেই অবশ্য অন্তর্বর্তী একটি রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী।
3/5উল্লেখ্য, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিলেন গতবছরই। সেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সুধাকর রাওকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন-স্কেল সংশোধনের কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। তিনি শীঘ্রই তাঁর রিপোর্ট সরকারকে জমা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
4/5এদিকে গত ১৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে কর্ণাটক সরকারের গঠিত বেতন কমিশন। সেই বিজ্ঞপ্তিতে বিভ্ন্ন প্রশ্নের মাধ্যমে বেশ কয়েকটি পরামর্শ চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী এবার সরাকরি কর্মীরা রিপোর্ট জমা দিলেন কমিশনের কাছে। সেই জমা পড়া রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় হারেই রাজ্য সরাকরি কর্মীদের বেতন ও ডিএ দেওয়া উচিত। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় হার থেকে অনেকটা কম হারে ডিএ পেয়ে থাকেন কর্ণাটকের সরকারি কর্মীরা। বেতনের ফারাকও অনেকটাই বেশি।
5/5প্রসঙ্গত, খাতায় কলমে সপ্তম বেতন কমিশন গঠিত হলেও আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে কম হারেই ডিএ পান বিজেপি শাসিত কর্ণাটকের সরকারি কর্মচারীরা। বর্তমানে কর্ণাটকে ৩১ শতাংশ হারে ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের। দিওয়ালির সময়ই এই ডিএ বৃদ্ধি করা হয়। এর আগে রাজ্যের সরকারি কর্মীরা ২৭.২৫ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। দিওয়ালির আগে ৩.৭৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল বোম্মাই সরকার।