করোনা টিকার সার্টিফিকেট নেই? তাহলে মিলবে না বেতন। সরকারি কর্মচারীদের জন্য এমনই নিয়ম করল এই রাজ্য।
1/6করোনাভাইরাস টিকার শংসাপত্র নেই? তাহলে মিলবে না বেতন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এমনই কড়া নিয়ম জারি করল পঞ্জাব। (ছবিটি প্রতীকী)
2/6এমনিতে পঞ্জাবে বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে আছে। শেষ চার সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, সাপ্তাহিক করোনা সংক্রমণ ১০ শতাংশের বেশি কমেছে। গত ২৩-২৯ নভেম্বর রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৫৬ জন। যা গত সপ্তাহে কমে দাঁড়িয়েছে ২২৫। কমেছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/6তারইমধ্যে দেশজুড়ে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। যদিও পঞ্জাবে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলেনি। তাও বাড়তি সতর্কতার পথে হেঁটেছে পঞ্জাব সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/6ওমিক্রনের রুখতে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/6ক্রিসমাস এবং নয়া বছরের জন্য যাতে কোনওরকম জমায়েত না হয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করা হয়, সেজন্য বুধবার দিল্লির সরকারের তরফে সমস্ত জেলাশাসক এবং ডেপুটি পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
6/6দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, ওমিক্রনের সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)