নয়া বছর থেকেই সেই বর্ধিত মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) কার্যকর করা হবে।
1/6রাজ্য সরকারি কর্মচারীদের ‘পঙ্গলের উপহার’ দিল তামিলনাড়ু। একলাফে রাজ্য সরকারি কর্মচারীদের ১৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) বাড়ানো হল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/6তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে ডিএ বাড়িয়ে ১৭ শতাংশ থেকে ৩১ শতাংশ করা হবে। তার জেরে রাজ্যের কোষাগার থেকে বছরে বাড়তি ৮,৭২৪ কোটি টাকা বেরিয়ে যাবে। (ছবিটি প্রতীকী)
3/6২০২২ সালের ১ জানুয়ারি থেকে নয়া ডিএ কার্যকর হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/6সেইসঙ্গে গ্রুপ ‘সি’ এবং 'ডি' কর্মীদের জন্য ‘পঙ্গলের উপহার’ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তাঁরা ৩,০০০ টাকা পাবেন। (ছবিটি প্রতীকী)
5/6যাঁরা বিশেষ বেতন কমিশনের আওতায় বেতন পান, তাঁদের ‘পঙ্গলের উপহার’ হিসেবে ১,০০০ টাকা দেওয়া হবে। (ছবিটি প্রতীকী)
6/6যাঁরা পেনশন পান, তাঁদের ‘পঙ্গলের উপহার’ হিসেবে ৫০০ টাকা দেওয়া হবে। (ছবিটি প্রতীকী)