1/5রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তির খবর দিল হিমাচল প্রদেশ। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালওয়েন্স (ডিএ) ৩১ শতাংশ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী)
2/5গত সপ্তাহে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সরকার নয়া বেতনক্রমের ঘোষণা করেছে। তার ফলে ২.২৫ লাখ কর্মী লাভবান হবেন। তার ফলে রাজ্যে কোষাগার থেকে ৬,০০০ কোটি খরচ হবে। (ছবিটি প্রতীকী)
3/5হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী: নয়া বেতনক্রমে সামান্য অসঙ্গতি থেকে গিয়েছে। যাতে কর্মীরা যাবতীয় সুবিধা পান, তাঁদের সামনে আরও একটি বিকল্প আছে। কোনও কর্মী যদি নয়া বেতনক্রমের যাবতীয় সুবিধা নিতে চান, তাহলে তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হতে পারে। (ছবিটি প্রতীকী)
4/5এমনিতে ২০২০ সালে ভারতে করোনাভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত রাখা হয়েছিল। তিন কিস্তির ডিএ এবং ডিআর স্থগিত ছিল। অবশেষে গত বছর জুলাইয়ে ১১ শতাংশ ডিএয়ের ঘোষণা করে কেন্দ্র। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। (ছবিটি প্রতীকী)
5/5পরে আরও তিন শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে কেন্দ্র। তার ফলে আপাতত ৩১ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। একাধিক মহলে জল্পনা, জানুয়ারিতে যে ডিএ দেওয়া হয়, সে বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হবে। যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। (ছবিটি প্রতীকী)