Google Layoffs: মাতৃত্বকালীন ছুটি কয়েকদিন পর থেকেই... more
Google Layoffs: মাতৃত্বকালীন ছুটি কয়েকদিন পর থেকেই শুরু হওয়ার কথা। এমন সময়েই তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ক্যালিফোর্নিয়ার ওই মহিলা Google-এ প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করতেন। তিনি জানান, তার পারফরম্যান্স রিভিউ-ও দুর্দান্ত ছিল।
1/5Google Job Losses: গুগলের মতো বড় সংস্থাও ১২,০০০ কর্মী ছাঁটাই করছে। অনেকে সংস্থায় দুই দশক ধরে কাজের পরেও চাকরি খুইয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের করুণ অভিজ্ঞতা শেয়ার করছেন কর্মীরা। এবার সেই তালিকায় যোগ হল আরও এক প্রাক্তন কর্মীর কাহিনী। এক সন্তানসম্ভবা মহিলা জানালেন, গুগল থেকে বরখাস্ত হয়েছেন তিনি। ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে কেন এভাবে ছাঁটাই করা হল, সেই প্রশ্নই তুলেছেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (AFP)
2/5তাঁর মাতৃত্বকালীন ছুটি কয়েকদিন পর থেকেই শুরু হওয়ার কথা। এমন সময়েই তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ক্যালিফোর্নিয়ার ওই মহিলা Google-এ প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করতেন। তিনি জানান, তার পারফরম্যান্স রিভিউ-ও দুর্দান্ত ছিল। ফলে এমনটা যে হতে পারে, তা কল্পনাও করতে পারছেন না তিনি। ফাইল ছবি: পিক্সাবে (AFP)
3/5LinkedIn পোস্টে তিনি লিখেছেন, 'আমার যেন বুকটা থেমে গিয়েছিল। আমার বারবার মনে হচ্ছে, আমিই কেন? এমন সময়ে কেন? আমার পক্ষে এই খবর মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন ছিল।' ফাইল ছবি: পিক্সাবে (AFP)
4/5 মহিলা জানান, 'সন্তানের কথা ভেবে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। কিন্তু আমার হাত যেন কাঁপছে। খুব অদ্ভুত একটি অনুভূতি হচ্ছে।' ফাইল ছবি: পিক্সাবে (AFP)
5/5সম্প্রতি Google-এ প্রায় ২০ বছর ধরে চাকরি করার পর এক কর্মী বরখাস্ত হন। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা তুলে ধরেন তিনিষ ওই সফটওয়্যার বিশারদ জানান, হঠাত্ একটি ইমেলের মাধ্যমে ছাঁটাই করে দেওয়া হয় তাঁকে। জানিয়ে দেওয়া হয়, 'আজই গুগলের সঙ্গে আপনার শেষ দিন।' ফাইল ছবি: এএফপি (AFP)