Sports Film: শাহরুখ, আমির, রণবীর, সুশান্ত, প্রিয়াঙ্কা থেকে তাপসীরা অভিনয় করেছেন স্পোর্টস ড্রামায়। চরিত্রকে জীবন্ত করে তুলতে পর্দায় পিছনে কঠোর পরিশ্রম করেছেন এই অভিনেতারা। ট্রেনিং নিয়েছে রথী-মহারথী প্রক্ষিকদের থেকে-
1/8স্পোর্টস ছবিতে অভিনয়ের জন্য পর্দার পিছনে কঠোর পরিশ্রম করেছেন বলিউড তারকারা। প্রশিক্ষণ নিয়েছে দীর্ঘ দিন ধরে। অভিনেতারা এই স্পোর্টস ছবিতে অভিনয়ের জন্য কাদের থেকে প্রশিক্ষণ নিয়েছে জানেন-
2/8‘চক দে ইন্ডিয়া’ ছবিতে ফুটবল কোচের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ছবির জন্য শাহরুখ ভারতীয় হকি কিংবদন্তি মহারাজ কৃষ্ণ কৌশিকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
3/8দঙ্গল ছবির জন্য, আমির খানকে কুস্তি শিখিয়েছিলেন কৃপা শঙ্কর বিষ্ণোই, যিনি একজন ভারতীয় পেশাদার কুস্তিগীর।
4/8‘মেরি কম’ ছবিটি জাতীয় পুরস্কার জিতেছে। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া জিৎ সাঙ্ঘভির কাছ থেকে বক্সিংয়ের কৌশল শিখেছিলেন। জিৎ একজন বক্সিং কোচ।
5/8‘ভাগ মিলখা ভাগ’ ফারহান আখতারের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। ছবির জন্য ফারহান সেন্ট্রাল রেলওয়ের রেসিং কোচ মেলভিন ক্র্যাস্টোর কাছ থেকে ট্রেনিং নিয়েছেন।
6/8রণবীর সিং, যিনি ‘এইট্টিথ্রি’ ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন, প্রাক্তন ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর কাছ থেকে ক্রিকেটের কৌশল শিখেছিলেন।
7/8সুশান্ত সিং রাজপুত ‘এমএস ধোনি’র জন্য প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
8/8‘শাবাশ মিঠু’ ছবিতে ক্রিকেটার মিতালি রাজের ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। এই ছবির জন্য প্রাক্তন ক্রিকেটার নুশিন আল কাদিরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাপসী।