টিকাপ্রাপ্ত হলেও করোনা হতে পারে। কিন্তু বাড়াবাড়ি হওয়া এড়ানো যাবে।
1/5টিকাপ্রাপ্ত হলেও করোনা হতে পারে। কিন্তু বাড়াবাড়ি হওয়া এড়ানো যাবে। সেই কথাই আরও একবার প্রমাণ হল। রয়েছে হাতেগরম পরিসংখ্যানও। (ছবিটি প্রতীকী, সৌজন্য অজয় আগরওয়াল/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
2/5মুম্বইয়ে শুক্রবার ২০,৯৭১ টি করোনা কেস ধরা পড়েছে। তার মধ্যেই বৃহন্মুম্বাই কর্পোরেশন (BMC) একটি নতুন তথ্য প্রকাশ করল। তাতে বলা হয়েছে, অক্সিজেন সাপোর্টের প্রয়োজন এমন কোভিড রোগীদের অধিকাংশই এখনও অ্যান্টি-কোভিড ভ্যাকসিন গ্রহণ করেননি। একটি ডোজও নয়। এই তথ্য দিয়েছেন মিউনিসিপাল কমিশনার ইকবাল চাহল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (HT Photo)
3/5অধিকাংশ বলতে প্রায় ৯৬%। অর্থাত্ টিকা না নিলে ঝুঁকি যে কতটা বেশি হতে পারে, তা স্পষ্ট। ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (HT Photo)
4/5বর্তমানে(বৃহস্পতিবারের পরিসংখ্যান) মুম্বইয়ের বিভিন্ন চিকিত্সাকেন্দ্রে ১,৯০০ কোভিড রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ১,৮২৪ জনেরই টিকা নেওয়া ছিল না। ফাইল ছবি : পিটিআই (HT Photo)
5/5চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগীদের বয়স ৪০-৫০ বছর বা তারও বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (HT Photo)