দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি বিশালাকৃতি চিলশংকর মাছ। সেটির ওজন প্রায় ৮০০ কিলোগ্রাম। পরে মাছটি কেনেন এক ব্যবসায়ী। দেখুন সেই মাছের ছবি -
1/3দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি চিলশংকর মাছ। সেটির ওজন ৭৮০ কিলোগ্রামের মতো। মাছটি আট ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া। যেখানে মাছটি ধরা পড়েছে, সেখানে উদয়পুর তটের দূরত্ব আট কিলোমিটার মতো। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
2/3সেই বিশালাকৃতি মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/3পরে রানাঘাটের এক মাছ ব্যবসায়ী চিলশংকরটি কেনেন। কত টাকা দিয়ে কিনেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি, ৫০,০০০ টাকা দিয়ে মাছটি কিনেছেন ওই ব্যবসায়ী। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.