এক প্যাকেট কন্ডোমের দাম ৬০,০০০ টাকা! কোন দেশে জানেন?
Updated: 15 Jun 2022, 12:16 PM IST
Soumick Majumdar
বর্তমানে, বিশ্বের একটি দেশে, এক প্যাকেট কন্ডোমের দাম প্রায় ৬০,০০০ টাকা। কোন দেশ জানতে চান?
1/6জনসংখ্যা বৃদ্ধি রোধ, যৌন সংক্রামিত রোগ আটকানোর প্রধান উপায় কন্ডোম। বেশিরভাগ দেশেই সস্তায় বা বিনামূল্যে এটি মেলে। ফাইল ছবি : রয়টার্স (getty Images)
2/6কিন্তু বর্তমানে, বিশ্বের একটি দেশে, এক প্যাকেট কনডোমের দাম প্রায় ৬০,০০০ টাকা। কোন দেশ জানতে চান? (ছবিটি প্রতীকী, সৌজন্য গেটি ইমেজস) (getty Images)
3/6তার উত্তর হল- ভেনেজুয়েলা। এই দেশেই এক প্যাকেট কন্ডোমের দাম ৬০ হাজার টাকারও বেশি। কিন্তু কেন? (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (getty Images)
4/6ভেনেজুয়েলায় আর্থিক সংকট চলছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর রাজনৈতিক বিরোধীদের অভ্যুত্থানের ফলে টালমাটাল ভেনেজুয়েলা। ফাইল ছবি: এপি (getty Images)
5/6সেদেশের মুদ্রার দাম এতটাই তলানিতে যে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিরই দাম দাঁড়িয়েছে হাজার হাজার টাকায়। ফাইল ছবি: এপি (getty Images)
6/6ইতিমধ্যেই সে'দেশের ৬০ লক্ষেরও বেশি শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিবাসী খাদ্য ও জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন। ফাইল ছবি: রয়টার্স (getty Images)
অন্য গ্যালারিগুলি