কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করা যাবে। তবে সেই সময়সীমা এবার বাড়ানো হল।
1/3আগামিকালের (৩১ মার্চ) পরও আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করা যাবে। তবে গুনতে হবে জরিমানা। অর্থাৎ আগামী ১ এপ্রিলের পর প্যান কার্ড অবৈধ বা নিষ্ক্রিয় হয়ে যাবে না। জরিমানা দিয়ে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন উপভোক্তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/3কত টাকা জরিমানা গুনতে হবে, ১ এপ্রিল থেকে তিন মাস পর্যন্ত ৫০০ টাকা দিতে হবে। তারপরও না হলে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ করার সময় ১,০০০ টাকা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/3কতদিনের মধ্যে জরিমানা দিয়ে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করা যাবে? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন উপভোক্তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)