Aadhaar Card Data Update: প্রতি ১০ বছরে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যান) আপডেট করতে হবে। এমনই জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের হিন্দি সংবাদপত্র ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে।
1/4আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেট করা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের হিন্দি সংবাদপত্র ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যান) আপডেট করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4ওই প্রতিবেদন অনুযায়ী, UIDAI-র তরফে জানানো হয়েছে যে প্রাথমিকভাবে গ্রহীতাদের স্বেচ্ছায় বায়োমেট্রিক তথ্য় আপডেট করার সুযোগ দেওয়া হবে। UIDAI আধিকারিকরা জানিয়েছেন যে ১০ বছর অন্তর নতুন করে ফেস (মুখ) এবং আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার জন্য মানুষকে উৎসাহ জোগাবে কেন্দ্রীয় সরকার। সত্তরোর্ধ্ব ব্যক্তিদের অবশ্য সেই কাজ করতে হবে না বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4আপাতত পাঁচ থেকে ১৫ বছরের মধ্যে শিশু বা কিশোর-কিশোরীদের বাধ্যতামূলকভাবে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যান) আপডেট করতে হয়। পাঁচ বছরের নীচের শিশুদের আধার কার্ডে (বাল আধার কার্ড) নাম ওঠে তাদের অভিভাবকদের ছবি এবং বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4বাল আধার কার্ডে নথিভুক্তিকরণের জন্য সংশ্লিষ্ট শিশুর সঙ্গে অভিভাবকের সম্পর্কের পরিচয়পত্র (জন্মের শংসাপত্র হলে ভালো হয়) জমা দিতে হয়। সাধারণ আধার কার্ডের সঙ্গে যাতে সহজে পার্থক্য বোঝা যায়, তাই বাল আধার কার্ড রং নীল হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকে বাল আধার কার্ড। অর্থাৎ কোনও শিশুর বয়স পাঁচ পেরিয়ে গেলে বাল আধার কার্ড আর বৈধ পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)