আধার সংক্রান্ত বিধি সংশোধন করল কেন্দ্রীয় সরকার।&nb... more
আধার সংক্রান্ত বিধি সংশোধন করল কেন্দ্রীয় সরকার। সরকারি জানাল, আধার ইস্যু হওয়ার ১০ বছর পূর্ণ হলে আধার ধারকদের ‘অন্তত একবার’ তা আপডেট করতে হবে। এর আগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এই একই ‘অনুরোধ’ জানিয়েছিল। তবে এবার একেবারে নিয়ম বদলে দিল কেন্দ্র।
1/5অনলাইনে বা আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করানো যাবে। আধার যেদিন থেকে তালিকাভুক্ত করা হয়েছে, তার দশ বছরের মধ্যে সংশ্লিষ্ট নথি দিয়ে কার্ড আপডেট করতে হবে। প্রতি দশবছরই এই কাজ করতে হবে। (PTI)
2/5সরকারী সুযোগ সুবিধা পেতে হলে সবাইকে অবশ্যই তাদের আধার তথ্য আপডেট করতে হবে। তাহলে আর কোনও শনাক্তকরণ বা শংসাপত্রর সমস্যার সম্মুখীনও হতে হবে না। এদিকে আধার আপডেট করা না থাকলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সেই নাগরিক। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
3/5এর আগে শুধুমাত্র ৫ থেকে ১০ বছর বয়সে যারা আধার কার্ড পেত, তাদের কার্ড এবং তথ্য আপডেট করা আবশ্যক ছিল। তবে এবার থেকে সাধাারণ মানুষকে ১০ বছর অন্তর নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলল কেন্দ্র। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5বর্তমানে আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়েই আধারের তথ্য আপডেট করা যায়। এর জন্য ssup.uidai.gov.in/ssup-এর ওয়েবসাইটে যেতে হবে। পরে ‘প্রোসিড টু আপডেট’ বিকল্পটি বেছে নিন। এখানে আধার নম্র এবং ক্যাপচা দিয়ে এগিয়ে যান। রেজিস্ট্রেশন নম্বর দিলে ওটিপি আসবে। তা বসিয়ে লগইন করুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/5ভাষা, লিঙ্গ, ঠিকানা, মেইল, নাম, জন্ম তারিখ, ঠিকানা সবকিছুই এখানে আপডেট করা যাবে। যে জিনিসটি আপডেট করতে চান, সেটিকে সিলেক্ট করে পরবর্তী আপডেট করতে হবে। এর জন্য কিছু সামান্য ফি দিতে হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (PTI)