দেশের বিভিন্ন প্রান্তে খোলা হবে আরও বেশি সংখ্যক আধ... more
দেশের বিভিন্ন প্রান্তে খোলা হবে আরও বেশি সংখ্যক আধার সেবা কেন্দ্র। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি স্থান।
1/5এখন আধার কার্ড-ই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। যে কোনও কাজেই আধার কার্ড-নম্বর প্রয়োজন হচ্ছে। এদিকে কারও নতুন আধার কার্ড চাই। কারও আবার প্রয়োজন সংশোধন। কিন্তু সেই কাজের জন্য যেতে হয় অনেক দূরের আধার সেবা কেন্দ্রে। ফাইল ছবি : এএনআই (PTI)
2/5সেই সমস্যারই সমাধান করছে আধার কর্তৃপক্ষ (UIDAI)। দেশের বিভিন্ন প্রান্তে খোলা হবে আরও বেশি সংখ্যক আধার সেবা কেন্দ্র। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি স্থান। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5দেশজুড়ে ১২২ টি শহরে ১৬৬ আধার সেবা কেন্দ্র খুলবে UIDAI। ইতিমধ্যেই ৫৮টি কেন্দ্র কাজ শুরু করে দিয়েছে।প্রতীকী ছবি : পিটিআই (PTI)
4/5এই আধার সেবা কেন্দ্রে দিনে গড়ে ৫০০ জনকে পরিষেবা দেওয়া হবে। নতুন নাম তোলা, ডেমোগ্রাফিক (নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি) বা বায়োমেট্রিক (ছবি, আঙুল এবং চোখের মণির ছাপ) তথ্য সংশোধন-সহ সমস্ত কাজ হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5বহরমপুর, কোচবিহার ও আসানসোলে ইতিমধ্যে স্থান নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই বেশ কিছু চালুও হয়ে যেতে পারে। বর্তমানে বিএসএনএল, পোস্ট অফিস এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাতে আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা মেলে। কিন্তু সেখানে অন্যান্য কাজের চাপ থাকায় পরিসর কম। শুধুমাত্র আধারের জন্য আলাদা কেন্দ্র হলে তাতে আরও দ্রুত ও বেশি পরিষেবা দেওয়া যাবে। ছবি : UIDAI (PTI)