Aadhaar Card Update: আধার কার্ড আছে তো? তাহলে আগামী ৩০ জুনের মধ্যে অবশ্যই এই কাজটা করতেই হবে। নাহলে আগামী ১ জুলাই থেকে জরিমানা বাবদ ১,০০০ টাকা গুনতে হবে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্র। আপনাকে জরিমানা দিতে হবে না তো? জেনে নিন।
1/5আগামী জুলাইয়ে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের পরিকল্পনা করছেন? তাহলে জরিমানা বাবদ ১,০০০ টাকা গুনতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5যদি সেই অর্থ গুনতে না চান, তাহলে ৩০ জুনের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে বলে জানানো হয়েছে। সেটাও অবশ্য বিনামূল্যে হবে না। ৫০০ টাকা জরিমানা দিতে হবে। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/5এমনিতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ ধার্য করা হয়েছিল। যে সময়সীমা পরবর্তীতে বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে সেক্ষত্রে আছে বিশেষ শর্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/5কেউ যদি ৩০ জনের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ করেন, তাহলে তাঁকে জরিমানা বাবদ ৫০০ টাকা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5৩০ জুনের পর লিঙ্কের জন্য ১,০০০ টাকা দিতে হবে ১,০০০ টাকা। তবেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন। ফাইল ছবি : পিটিআই