Aadhaar Deactivation Latest Update: আধার বাতিল নিয়ে বড় দাবি UIDAI-র, তবে নিষ্ক্রিয়তার নোটিশ পাওয়া মানুষজন কী করবেন?
Updated: 20 Feb 2024, 08:25 AM IST aadhaar, aadhaar card grievance portal, aadhaar card validity, aadhaar deactivation portal, aadhaar deactivation, aadhaar cancelled, আধার বাতিল, আধার নিষ্ক্রিয়, আধার নিষ্ক্রিয় হলে কি করতে হবে, আধার নিষ্ক্রিয় পোর্টাল, uidai, ইউআইডিএআই Abhijit Chowdhury 20 Feb 2024বাংলায় আধার বিতর্কে জেরবার বিজেপি। সিএএ আশ্বাসের মাঝেই আধার আতঙ্ক যেন গেরুয়া শিবিরকেই পালটা চাপে ফেলেছে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নিজে ময়দানে নেমেছেন। এদিকে বিচর্ক ধামাচাপা দিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দাবি করল, কোনও আধার কার্ড বাতিল করা হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি