Aadhaar-Pan Link for saving TDS: হাতে আর কিছুক্ষণ, পকেটের টাকা বাঁচাতে হলে করতেই হবে আয়কর সংক্রান্ত এই কাজ
Updated: 31 May 2024, 01:42 PM ISTহাতে আর মাত্র কিছুক্ষণ। আজ, ৩১ মে-র মধ্যে প্যানের সঙ্গে আধার সংযুক্ত না করলে আয়করদাতাদের কপালে হাত পড়তে চলেছে। এর আগে এপ্রিলে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি নিয়ে জানিয়েছিল আয়কর দফতর। আর মে মাস শেষ হতে হতে ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা নিয়ে আডপেট দেওয়া হল।
পরবর্তী ফটো গ্যালারি