Aadhaar-Pan Link: প্যান-এর সাথে আধার লিঙ্ক করার জন্য আপনার কাছে আর মাত্র ৩ দিন বাকি আছে, অর্থাৎ ৩০ জুনের মধ্যে যদি আপনি এই কাজটি না করেন, তাহলে আপনাকে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।
1/4কম জরিমানা দিয়ে আধার কার্ডকে প্যান কার্ডের সাথে লিঙ্ক করার শেষ তারিখ ২০২২ সালের ৩০ জুন। আপনি যদি ৩০ জুন বা তার আগে লিঙ্ক করেন তবে আপনাকে মাত্র ৫০০ টাকা জরিমানা দিতে হবে। অন্যথায় আপনি যদি ১ জুলাই বা তার পরে প্যান-আধার লিঙ্ক করেন তবে আপনাকে এর জন্য ১০০০ টাকা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/4এর আগে একাধিকবার সময়সীমা পিছিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। শেষবার ৩১ মার্চ ২০২২-এ লিঙ্ক করার শেষ দিন ছিল। কিন্তু পরে আরও কিছুটা সময় দেওয়া হয়। কিন্তু আগে 'লেট পেনাল্টি'র অঙ্কও কম ছিল। ৫০০ টাকা। কিন্তু এখন সেটা দ্বিগুণ করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে আধার-প্যান লিঙ্ক করাতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে তাঁকে পরে লিঙ্ক করার জন্য জরিমানা হিসাবে ১,০০০ টাকা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা 234H অনুযায়ী (মার্চ ২০২১, অর্থবিল) ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে, এই ধরনের প্যান কার্ডগুলি আরও ১ বছরের জন্য কার্যকর থাকবে। মার্চ ২০২৩ বা FY২০২২-২৩ পর্যন্ত, এগুলি দিয়ে ITR ফাইল, রিফান্ড দাবি করা এবং অন্যান্য আয়করের কাজ সারা যাবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
4/4কীভাবে করবেন আধার-প্যান লিঙ্ক? ব্রাউজারে আয়কর দফতরের e-filing পোর্টালে যান। হোম পেজেই Quick Links বলে একটি সেকশন পাবেন। সেখানে Link Aadhaar বলে অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট স্থানে আধার নম্বর ও প্যান নম্বর দিন। নাম দিন। ক্যাপচা দিন। এরপর Link Aadhaar-এ ক্লিক করুন।