সোমবার ১৪ মার্চ ৫৭-এ পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান।
1/6সোমবার ১৪ মার্চ ৫৭-এ পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান। তবে বয়সটা ওঁর কাছে একটি সংখ্যা মাত্র। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
2/6প্রতি বছরের মত এ বছরও নিজের জন্মদিনের কেক সংবাদমাধ্যমের কর্মচারীদের সঙ্গে হাসিমুখে কাটলেন তিনি। মাতলেন গল্প-আড্ডায়। (ছবি সৌজন্যে - ফেসবুক)
3/6সাদা টি শার্টের উপর বোতাম খোলা গোলাপি রঙের একটি শার্ট পরেছিলেন আমির। সঙ্গে ব্লু ওয়াশড ডেনিম। তাঁর এই লেয়ার্ড লুক যে এক ধাক্কায় তাঁর 'চকোলেট বয়' চার্ম-কে আরও বাড়িয়ে তুলেছে, সেকথা মনে হয় না বললেও চলে। (ছবি সৌজন্যে - ফেসবুক)
4/6মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল আমিরের এই কেক কাটার পর্ব।(ছবি সৌজন্যে - ফেসবুক)
5/6সাংবাদিকদের আনা ওই চকোলেট কেক কেটে সেই সময় উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদেরও নিজের হাতে খাইয়ে দেন তিনি।(ছবি সৌজন্যে - ফেসবুক)
6/6'মিঃ পারফেকশনিস্ট'-এর জন্মদিন উপলক্ষে এই বড়সড় চকোলেট কেকটির ব্যবস্থা করেছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। যার উপরে করিম দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থ ডে আমির খান।(ছবি সৌজন্যে - ফেসবুক)