1/8আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত 'লাল সিং চাড্ডা'। দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় এই ছবি। 'লাল সিং চাড্ডা' হলিউড ফিল্ম 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল রিমেক। এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। ছবিটির জন্য মোটা পারিশ্রমিক নিয়েছেন আমির, করিনা থেকে অন্যান্য শিল্পীরা?
2/8মিস্টার পারফেকশনিস্ট আমির খানের প্রতিটি ছবিই আলাদা। মাথায় পাগড়ি পরা শিখ অবতারে ছবিতে দেখা মিলবে অভিনেতার। টেলি চক্করের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।
3/8ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান। তাঁর চরিত্রের নাম মনপ্রীত কৌর চাড্ডা। রিপোর্ট বলছে, কারিনা এই ছবির জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
4/8'লাল সিং চাড্ডা' দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা নাগা চৈতন্যের। শোনা গিয়েছে, তার পারিশ্রমিক ৬ কোটি টাকা।
5/8মোনা সিং এর আগে আমির খানের সঙ্গে 'থ্রি ইডিয়টস'-এ কাজ করেছেন। এই ছবিতে তিনি হয়ে উঠেছেন উদিতা শর্মা। প্রতিবেদনে বলা হয়েছে, মোনা সিংয়ের পারিশ্রমিক ২ কোটি টাকা।
6/8মানব ভিজ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ে ব্যস্ত থাকেন। প্রতিবেদনে বলা হয়, ছবিটির জন্য তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
7/8আপনি অবশ্যই অভিনেতা টিটু ভার্মাকে অনেক ছবিতে সহায়ক ভূমিকায় দেখেছেন। সিনেমায় অভিনেতাকে রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে। তার পারিশ্রমিক ৫০ লাখ টাকা বলা হচ্ছে।
8/8'লাল সিং চাড্ডা' পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। ছবিটি আগে ২০২০ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার কারণে বেশ কয়েকবার মুক্তি পিছিয়ে গেছে। ১১ আগস্ট ২০২২-এ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।