‘আমি জানতাম ইংল্যান্ড বোলাররা শর্ট বল করবে…’ আঁটঘাট বেধেই নেমেছিলেন, বলছেন অভিষেক
Updated: 22 Jan 2025, 10:47 PM IST৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলার পর নিজের ব্যাটিং নিয়ে অভিষেক বলেন, ‘আইপিএল আমার অনেক সাহায্য করেছে। আমি এমন দলগত পরিবেশ আগে কখনও দেখিনি। যখন কোচ, অধিনায়ক এত ভালো পরিবেশ উপহার দেয় তখন সেটা আরও স্পেশাল হয়। আমি জানতাম ইংল্যান্ডের বোলাররা শর্ট বল করবে, আমি তৈরি ছিলাম ’।
পরবর্তী ফটো গ্যালারি