India vs England- জসওয়াল-গিল ফিরলেই ওপেনিং স্লট হাতছাড়া? অভিষেক বলছেন, ‘ওদের সঙ্গে কোনও লড়াই নেই’
Updated: 03 Feb 2025, 09:30 PM ISTভবিষ্যৎে গিল বা যশস্বী ফিরলেও তাতে তাঁর ওপেনিং স্লট আর হাতছাড়া হবে না, মনে করছেন অভিষেক শর্মা। তিনি বলছেন, ‘আমাদের মধ্যে কোনওদিনই কোনও লড়াই নেই, কারণ আমরা অনূর্ধ্ব ১৬ থেকে একসঙ্গে খেলে আসছি। আমাদের স্বপ্ন ভারতের হয়ে খেলা। তিনজনই খেলছি, তাই এর থেকে ভালো অনুভূতি আর কিছুই নেই ’।
পরবর্তী ফটো গ্যালারি