সোশ্যাল মিডিয়ায় বাবা আসলাম খানের স্মৃতিতে ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
1/8করোনা সংক্রমণের কারণে আপাতত হোম কোয়ারেন্টাইনে হিনা খান। সেখান থেকেই বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8২০ এপ্রিল কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয় হিনা খানের বাবার। সে সময় কাশ্মীরে শ্যুটিং করছিলেন হিনা। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8খবর পেয়েই ততক্ষণাৎ মুম্বইতে চলে আসেন অভিনেত্রী। বহুবার নানা সাক্ষাৎকারে বাবা যে তাঁর অন্যতম প্রিয় বন্ধু ও মানুষ, তা জানিয়েছিলেন হিনা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8নিজেকে ‘dad's princess’ (বাবার রাজকুমারী) বলেই উল্লেখ করেন তিনি। তাই তো, সবথেকে কাছের মানুষটার এভাবে চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না হিনা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8বাবার মৃত্যুর দিন কয়েক পর হিনা খানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8এই খারাপ সময়ে পরিবারের পাশে না থাকার যন্ত্রণাও অভিনেত্রী তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘আমি এক অসহায় মেয়ে, যে মায়ের পাশে থাকতে পারলাম না, তাঁকে সামলানোর জন্য।’ (ছবি-ইনস্টাগ্রাম)
7/8সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি জানি না কী লিখব। তোমায় মিস করছি।’ (ছবি-ইনস্টাগ্রাম)
8/8হিনাকে সমবেদনা জানিয়েছেন তাঁর ইন্ডাস্টির সহকর্মী ও বন্ধুরা। (ছবি-ইনস্টাগ্রাম)