লকডাউনে দুই সারমেয়-ম্যাক্স আর চিকোর সঙ্গেই কাটছে টলিউড তারকা তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সময়।
মাম্মির সঙ্গে দুষ্টুমি, ট্রেনিং, খাওয়া-দাওয়া-সবটাই পুরোদমে চলেছে ম্যাক্স আর চিকোর।
1/8লকডাউনের এই সময়টা দুই সারমেয়-ম্যাক্স আর চিকোর সঙ্গেই কাটছে মিমির দিন। দুই ছেলেকে সামলাতে ব্যস্ত নায়িকা। বাড়ির ছাদেই চলছে ট্রেনিং আর ওয়ার্ক আউট। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8৪৫ মিনিট ট্রেনিংর পর একটু জিরিয়ে নেওয়া। ম্যাক্সের সঙ্গে মিমির মিষ্টি মুহূর্ত। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8দৌড়ানো না এক্কেবারে না-পসন্দ চিকোর। তাই মুখভার করে বসে রয়েছে সে। সুযোগ বুঝে সেলফি তুলতে ব্যস্ত 'চিকোর মাম্মি' মিমি চক্রবর্তী। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন মিমি। নায়িকা-সংসদের নয়নের মণি তাঁর দুই সারমেয়। লকডাউনের মাঝেই ম্যাক্সের সঙ্গে মিমির সুন্দর এক মূহূর্তের ছবি দিনকয়েক আগেই সামনে এনেছিলেন অভিনেত্রী। (ছবিঃইনস্টাগ্রাম)
5/8মিমির দুটি চারপেয়ে সন্তানের একটি হাসকি, অন্যটি ল্যাব্রাডর প্রজাতির। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8সারাক্ষণই মিমির সঙ্গে চলে চিকোর মান-অভিমান পর্ব। চায়ের কাপ হাতে চিকোর পিছনে মুখ লুকিয়েছেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)