কাশ্মীরে তোলা ছবি হোক বা রিয়েলিটি শো-এর সেটে, ফ্যাশনের আরেক নাম এখন মনামী ঘোষ!
1/6টলিউডের মোস্ট স্টাইলিশ অভিনেত্রীর মুকুট খুব সহজেই তুলে দেওয়া সম্ভব মনামীর মাথায়। বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২ এর মঞ্চে বিচারকের আসনে রয়েছেন এই টলি সুন্দরী। আর সেখান থেকেই সেট করেছেন নয়া ফ্যাশন গোল। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6গোলাপি-সাদা লেহেঙ্গায় মনামির এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিষ্টি হাসিতে নেটিজেনদের মন জয় করেছেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6স্যোশাল মিডিয়ায়মবেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। পছন্দ করেন নিজের নানা ধরনের সুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে। মাঝেমধ্যে নাচের ভিডিয়োও পোস্ট করে থাকেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। আর তাই তাঁর অনুগামীরাও তাঁকে সবসময় ভালোবাসায় মুড়ে রাখেন। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সেটে সোনালি গাউনে দেখা গিয়েছিল তাঁকে। সিঙ্গেল অফ শোল্ডার স্লিভলেস গাউনে স্পষ্ট ফুটে উঠেছিল মনামীর চাবুক ফিগার। পোশাকের সঙ্গে কনট্রাস্টে মেরুন লিপস্টিক পরেছিলেন এই বাঙালি কন্যে। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6গ্লিটেড ক্রপ টপ ও ট্রেউজার-জ্যাকেটের কম্বিনেশনে মনামির এই লুকও প্রশংসা কুড়িয়েছিল নেট মাধ্যমে। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে শেষ অভিনয় করেছেন মনামী ঘোষ। (ছবি-ইনস্টাগ্রাম)