৮ বছরেও ছুঁতেও দেয়নি বউ, ডিভোর্সের আবেদন সাংসদ-অভিনেতার। পালটা খোরপোষ দাবি অভিনেত্রী স্ত্রীর। মামলা আদালতে বিচারাধীন।
1/7আজকাল সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় অভিনেতা তথা বিজেডি সাংসদ অনুভব মোহান্তি এবং তাঁর স্ত্রী বর্ষা প্রিয়দর্শনীর ডিভোর্স মামলা। বিয়ের ৮ বছর পরেও কাছে ঘেঁষতে দেয় না স্ত্রী, নেই শারীরিক সম্পর্ক- প্রকাশ্যে এমন অভিযোগ এনে বিচ্ছেদের মামলা করেন অভিনেতা। (ছবি- ফেসবুক)
2/7অন্যদিকে বর্ষা প্রিয়দর্শিনী স্বামীর বিরুদ্ধে পালটা গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন স্বামীর বিরুদ্ধে। ওড়িয়া ছবির জনপ্রিয় তারকা অনুভব। তাঁর রাজনৈতিক পরিচয়ও রয়েছে। প্রভাব খাটিয়ে স্ত্রীর উপর অত্যাচার চালায় সে, এমনটাই অভিযোগ বর্ষার।
3/7 অনুভবের কাছ থেকে ১৫ কোটি টাকা দাবি করেছএন বর্ষা। পাশাপাশি প্রতি মাসে বাড়িভাড়া বাবদ ২০,০০০ টাকা এবং সংসার খরচ বাবদ ৫০,০০০ টাকার ডিম্যান্ড করেছেন বর্ষা প্রিয়দর্শিনী।
4/7২০১৪ সালে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। প্রিয়দর্শনী নিজেও পেশায় অভিনেত্রী। অনুভবের অভিযোগ বিয়ের পর থেকেই অভিনেত্রী স্ত্রী তাঁকে কাছে ঘেঁষতে দেন না। শত চেষ্টা করেও স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেননি তিনি। ২০২০ সালে দিল্লির পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন মোহান্তি। পরে সেই মামালা কটকে স্থানান্তরিত হয়।
5/7৩৭ বছর বয়সী বর্ষা প্রিয়দর্শিনীর অভিযোগ, অনুভবের মদের নেশা রয়েছে। একাধিক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছে তাঁর। জানিয়ে রাখি, ওড়িয়ার পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত নাম বর্ষা। প্রসেনজিৎ,রচনার মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। বহু বাংলা ছবির হিরোইন হিসাবেও দেখা গিয়েছে তাঁকে।
6/7বর্ষার সাম্প্রতিক ফেসবুক পোস্ট ব্যাপক ভাইরাল, সেখানে অভিনেত্রী লিখেছেন- 'কোনও বিষই এক ইতিবাচক মানুষকে মারতে পারে না। আর কোনও ওষুধই নেতিবাচক ব্যক্তিকে বাঁচাতে পারে না।'
7/7‘জোর’, ‘গোলামাল’,'লাভ স্টোরি', ‘হাসিখুশি ক্লাব'-এর মতো বাংলা ছবিতে অভিনয় করেছেন বর্ষা প্রিয়দর্শিনী। স্বামী-স্ত্রীর এই প্রকাশ্য বিবাদ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। এই বিতর্কের শেষ কোথায়? সেটাি এখন দেখবার।