দিন সাতেক পরেই বিয়ে ছয় মাস পূর্ণ করবে ‘তৃনীল’ জুটি। তাহলে কী তারই সেলিব্রেশন গোয়া পাড়ি?
1/5বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় রিয়েল লাইফ জুটি নীল-তৃণা। চলতি বছরের শুরুতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। ‘তৃনীল’ জুটির রসায়ন সবসময়ই অনুরাগীদের মুগ্ধ করে। খড়কুটোর ‘গুনগুন’ আর কৃষ্ণকলির ‘নিখিল’ সম্প্রতি পাড়ি দিলেন গোয়ায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/5সামাজিক মাধ্যমে উঠে আসল সেই ঝলক। ব্যস্ত শিডিউল, শ্যুটিংয়ের ফাঁকে সময় বের করে সমুদ্র শহরে সময় কাটাতে পাড়ি দিলেন তাঁরা। গোয়া বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণার ছবি।
3/5বিমানবন্দরের লাউঞ্জ থেকে একাধিক ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল তৃণার। বান্ধবীর সঙ্গে তৃণা।
4/5গোয়ার পথে উড়ানের আগে তৃণার ইনস্টাগ্রাম স্টোরি। ছোটপর্দায় আজ পর্যন্ত একসঙ্গে জুটিতে দেখা মেলেনি নীল-তৃণার। তবে দম্পতির রয়াসন বরাবরই তাক লাগায়।
5/5সমুদ্রকে উপভোগ করতে ইতিমধ্য়েই চার বন্ধুর সঙ্গে গোয়া পৌঁছে গেছেন টেলি তারকা দম্পতি। প্রায় ১২ বছর ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ থাকবার পর চলতি বছর ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পর এখন সংসার-শ্বশুরাবাড়ি-শ্যুটিং-এর ফাঁকে বেড়ু বেড়ু করে সময় কাটছে তৃণার।