বাংলা নিউজ >
ছবিঘর >
নুসরতের মতোই সুন্দরী তাঁর বোন, দেখুন নুজহাতের চোখ ধাঁধানো সব ছবি
নুসরতের মতোই সুন্দরী তাঁর বোন, দেখুন নুজহাতের চোখ ধাঁধানো সব ছবি
Updated: 08 Feb 2021, 12:40 PM IST
লেখক Priyanka Bose
নুসরতের মতোই সুন্দরী বোন নুজাত। ধরা পড়ল দুই বোনের খুনসুটি।
1/11মিমি চক্রবর্তীকে ‘বোনুয়া’ বলে ডাকেন নুসরত জাহান। তবে বাস্তব জীবনে নুসরত জাহানের নিজের বোনকে চেনেন কী?
2/11বাড়ির বড় মেয়ে নুসরত, তাঁর বোনের নাম নুজহাত জাহান। দিদির মতোই সুন্দরী সে। সোশ্যাল মিডিয়ায়ও ভীষণ অ্যাক্টিভ সে। নিজের চোখ ধাঁধানো ছবি পোস্ট করে তাক লাগান নুজহাত জাহান।
3/11নুসরত জাহান ও নুজহাত জাহান দুই বোন। অভিনেত্রী তথা সাংসদ নুসরত সামাজিক মাধ্যমে প্রায়ই বোনের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন। ছবি-ইনস্টাগ্রাম
4/11বোন নুজাতের সঙ্গে দিদি নুসরতের সম্পর্ক বেশ দারুণ তা সামাজিক মাধ্যমে দুই বোনের খুনসুটি দেখলে বেশ বোঝা যায়। তুরস্কের বোদরুমে নুসরতের বিয়ের সময়ের একটি ছবিতে একসঙ্গে দুই বোন। ছবিতে রয়েছেন তাঁদের মাও।
5/11সারাক্ষণ এভাবেই বোনকে আগলে রখেন নুসরত জাহান।
6/11অভিনেত্রী নুসরতের মতোই সুন্দরী বোন নুজহাত জাহান। দুই বোনই ফ্যাশানিস্তা। লুকস থেকে স্টাইল সবেতেই নজর পারফেক্ট।
7/11বোন নুজাতের সঙ্গে দিদি নুসরত, তাঁদের ছোটবেলার ছবি। বোন-ভালবাসা।