1/5ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২ লক্ষেরও বেশি। পছন্দের নায়িকার ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। আর সেই ছবি যদি হয় একটু খোলামেলা, তাহলে তো কথাই নেই! (ছবি-ইনস্টাগ্রাম)
2/5টানা বৃষ্টিতে যখন কলকাতা জলমগ্ন, হালকা শীতের আমেজ। তখন উষ্ণতার পারদ চড়াতে আসরে নামলেন ঋতাভরী চক্রবর্তী। খোলা পিঠে সাদা চাদরে শরীরের সামনের অংশ ঢেকে দাঁড়ালেন ক্যামেরার সামনে। যা দেখে পাগল হলেন নেটিজেনরা! মেসি বান, ন্যুড মেকআপে সাদামাটা সাজেই ক্যামেরাবন্দি করলেন নিজেকে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5‘ওগো বধূ সুন্দরী’র সেই মিষ্টি মেয়েটার হটনেসে কাবু আট থেকে আশি। বলিউড থেকে টলিউড-- সমস্ত জায়গাতেই কাজ করছেন দাঁপিয়ে। বং নায়িকার এক ঝলক পাওয়ার জন্য তাই তো মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/5পুরুষ হৃদয় ঝড় তুলতে এখন ঋতাভরী নামটাই কাফি। ভিডিয়ো পোস্ট করতেই লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। (ছবি-ইনস্টাগ্রাম)
5/5ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে তাই সর্বদাই সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে বেশ সিদ্ধহস্ত টলি কুইন। নিমেষে ঝড় তোলেন পুরুষ হৃদয়েও। (ছবি-ইনস্টাগ্রাম)