মিঠাই-এর জীবনে নতুন ঝড়? এবার কাহিনিতে বিরাট টুইস্ট। এন্ট্রি হচ্ছে রিকি-দ্য রকস্টারের প্রেমিকার। জানেন সেই ভূমিকায় অভিনয় করছেন কোন টলি সুন্দরী?
1/7আভাস মিলেছিল আগেই, এবার মিঠাই ভক্তদের আশঙ্কা সত্যি প্রমাণিত হল। টেস বুড়ির পর মিঠাই রানির সামনে নতুন চ্যালেঞ্জ! রিকি-দ্য রকস্টারের গার্লফ্রেন্ড এবার প্রবেশ করছে কাহিনিতে। (ছবি-জি ফাইভ ও ফেসবুক)
2/7শুক্রবারের এপিসোডে এন্ট্রি নিচ্ছে রিকির প্রেমিকা। বৃহস্পতিবার তাঁর প্রথম ঝলক দেখেছে মিঠাই ভক্তরা। রিকি নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে তুফান মেলের। সেই সুন্দরীকে দেখে তো চোখ ছানাবড়া মিঠাইরানির। (ছবি-ফেসবুক)
3/7রিকি আর সিদ্ধার্থ একই মানুষ তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে মিঠাই। এর মাঝেই তাঁর সামনে নতুন সারপ্রাইজ। রিকির প্রেমিকার চরিত্রে কাকে দেখা যাবে?
4/7রিকির প্রেমিকা প্রিয়াঞ্জলির চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিগঞ্জের পরিচিত মুখ অনুরাধা মুখোপাধ্যায়। এর আগে সিরিয়ালের পর্দায় তাঁকে দেখা যায়নি ঠিকই, তবে ‘সোয়াটার’, ‘গুলদস্তা’-র মতো জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন অনুরাধা।
5/7সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করা এই সুন্দরী কিন্তু বাংলা ছবিতে কাজ করবার আগেই মরাঠি ফিল্ম ‘জানিবা’তে কাজ করেছেন। অনুরাধার সিভিতে রয়েছে ‘ডেজ অব অক্টোবর’, ‘পঞ্চলেট’-এর মতো হিন্দি ছবিও।
6/7‘তানসেনের তানপুরা’, ‘একেন বাবু’-সহ একাধিক জাতীয় স্তরের ওয়েব সিরিজেও কাজ করেছেন অনুরাধা। আর এবার বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি হচ্ছে তাঁর। যদিও তাঁর চরিত্রটি কেমন হতে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে খুব সম্ভবত পজিটিভ ক্যারেক্টারেই দেখা যাবে অনুরাধাকে। (ছবি-ফেসবুক)
7/7মিঠাই-এর নতুন টুইস্ট দেখে ভক্তদের একাংশ বলছে, ‘গোপাল পিলিজ হেলপ’। কারণ রিকির পাশে কোনও মেয়েকে দেখলে মিঠাই রানি কী কাণ্ড করবে! তা তো একমাত্র গোপালই জানেন! (ছবি-ফেসবুক)